কত মহীয়সী দিলো তাহারই ইজ্জত,
বাহারি সিথির সিঁদুর;
কত দেশপ্রেমী ঢেলে দিলো রক্ত,
শক্ত হৃদয়ে বিরহ বিধুর।
হারিয়ে কত কন্যা জায়া জননী,
বাপ ভাই পুত্রধন;
স্মৃতি চারনে খুঁজে ফিরি এখনো,
কত শত স্বজন।
চমকিয়া উঠে ধমনীতে আজো,
সন্তান হারা মায়ের ক্রন্দনে;
কাঁপিয়া উঠে হুক্কা হুয়া শিয়াল,
হায়না, শকুনের বৃংগলে।
স্মৃতিপটে আমার রক্তাক্ত আত্মা,
ক্ষণে ক্ষণে গোঙায়;
হে আগ্রাসী স্বাধীনতা তোমার,
রাক্ষসী ভয়াল থাবায়।
বর্গির হানা, খাজনার মানা,
ঘুমপাড়ানির গান;
সে তো গেলো বহুকাল আগে,
তবু হয়নিকো অবসান।
নীলচাষাদের নীল নকশায়,
এখনো রয়েছি বন্দি;
কত নাস্তিক দেশাদ্রোহী যুগে যুগে,
এঁটেছে নতুন ফন্দি।
বুঝিবে কি মম, এই বিশ্ব সম,
তব বিদ্যা আর বুদ্ধিতে;
জ্ঞানী হওয়া চাই,স্বদেশ সাজাই,
এসমাজ শুদ্ধিতে।
স্বাধীনতার উম্মাদনায়
ঝলকিয়া উঠুক মমশির;
শ্রেষ্ঠ বিজয়ী গর্বিত জাতি,
মোরা বিশ্ব হিমাদ্রির।
একোন স্বাধীনতা তোমার,
ওহে ধরা সাবিত্রীর;
কি খেলা খেলেছো লয়ে,
হে বিধাতা বিধাত্রীর।