এক সময়ে মানুষ হাওরে যেতে চাইত না। কিন্তু আজ হাজার হাজার মানুষ সারা দেশ থেকে হাওরে বেড়াতে যায়। বিস্ময়কর অলওয়েদার রোড দেখতে যায়। সেখানকার বড় বড় সেতু দেখতে যায়। এগুলো শুনে আমার বুকটা ভরে যায়। খুব ভালো লাগে। পুরো হাওর একটা পর্যটন এলাকা হয়ে গেছে। ভবিষ্যতে পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে বাড়ানো হবে। তখন প্রকৃত অর্থেই হাওর হবে অপার সৌন্দর্যমন্ডিত এলাকা।
সোমবার বিকালে হাওর উপজেলা অষ্টগ্রাম সফরে গিয়ে এক সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন।
হাওরাঞ্চলের অপার পর্যটন সম্ভাবনা ও সমৃদ্ধ হাওরের স্বপ্নের কথা তুলে ধরে এর উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সারা বছর চলাচল উপযোগী অলওয়েদার রোড হয়েছে, বড় বড় সেতু হয়েছে, গ্রামে গ্রামে সাবমার্জেবল রাস্তা হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। প্রতিটি ঘর আজ বিদ্যুতের আলোয় আলোকিত। ভবিষ্যতে ফ্লাইওভারের মাধ্যমে সারা দেশের সঙ্গে হাওরের সরাসরি যোগাযোগ সৃষ্টি হবে। কাজেই হাওরবাসীর স্বপ্ন অনেক উপরে।